বছর ঘুরে আসে আমার জন্ম দিন
আমি যখন ছোট্ট ছিলাম
মা আমাকে কোলে নিয়ে কত কি রান্না করত
বাবা-মা-দাদা-কাকা আত্মীয় স্বজন
সবাই জড়ো হতো একই ছাদের নীচে
কত মজা-কত গল্প করত সবাই
আমার বয়সী বাচ্চারা সবাই আসত
কিন্তু দুঃখের কথা আমি কথা বলতে পারি না
আমি বুঝতে পারি আবার ভুলে যাই-
তাতে কিছু যায় আসে না- আমার মা সব সময়
আমাকে আগলে রাখে- দাদা আমাকে খুব ভালবাসে
কাকা-বাবা সবাই আমার হাত ধরে ঘুরতে নিয়ে যায়
আমি কত ভাগ্যবান-সবাই আমাকে ভাল বাসে
তোমরাও আমাকে ভালবাসবে কিন্তু-
আমি বড় হয়েছি-একটু উতপাদ করি তাই
দাদা কখন বকে দেয় বাবা ও কখনও কাকাও-
মা ও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়-
কিন্তু মা আমার সবার প্রিয়
সে আমাকে নয়নের মণি করে রাখে
আমার মায়ের শরীর ভাল থাকে না তবুও আমাকে
চোখে চোখে রাখে- আমাকে খুব ভাল বাসে
বাইরের লোকেরা আমাকে বোঝে না- আমি তাদের সাথে খেলতে চাই
আমিও আর বাচ্চাদের মত বাঁচতে চাই- আমিও কথা বলতে চাই
আমি তাদের বলতে চাই আমার মায়ের মতো আমাকে তোরা
ভাল বাসিস
কিন্তু ভগবান আমাকে কথা বলার শক্তি দেয় নি-
আমাকে কেউ বলে পাগল-কেউ আমার সাথে মেশে না
আমি একা মায়ের সাথে খেলা করি—
কিন্তু আমি দুঃখ পায় না-আমি তোমাদের সবার মাঝে থাকতে চাই
আমার এলো জন্ম দিন বছর ঘুরে ফিরে
তোমাদের রইল নিমন্ত্রণ আসবে সবাই মিলে
খেলব আমি হাসব আমি কাটব আমি কেক
ঘরের মধ্যে বানাবো মোমবাতি আর বেলুনের দেশ
তোমরা আসবে সবাই থাকবে আমার পাশে
না আসিলে দুঃখ পাব, তোমাদের না পেয়ে
নিমন্ত্রণ রইল বন্ধুরা