তুমি সামনে থেকেও
কেন দহন কর আমায়
একটু একটু করে তুমি যেতে চাইছ সরে-
এটাই কি তোমার ইচ্ছে-
হয়ত আমার সুবাস ফুরিয়ে গেছে
হয়ত আর প্রয়োজন নেই-
হয়ত আজ আমি নিঃস্ব
হয়তো আসি বারে বারে তোমার দুয়ারে
হয়তো না বলা কথা বলেছি তোমায়
হয়তো আমি সম্পর্কের মানে জানি না
রেখেছিলে যে ফুল একদিন ফুলের সাজিতে
বাসিফুল ভেবে তাকে ছুঁড়ে ফেলে দিলে
তুমি জান আমার লজ্জা নেই-
তুমি জান আমার ঘৃণা নেই-
তুমি জান আমার কষ্ট নেই-
খালি তোমার বুকে কষ্ট রয়েছে জমে
খালি তোমার মনে প্রশ্ন জাগে বারে বারে
এই লোকালয় এই সমাজ বাজপাখির চোখের মতন
অহরহ চঞ্চু দ্বারা ক্ষতবিক্ষত করছে তোমার মন
তুমি কি জাননা সৃষ্টিকর্তা ভগবান
তাঁর দুয়ারে প্রার্থনা আমাদের যাবে না বিফল
মনের মিলন যেখানে বাধা এসে মিলিয়ে যায়
সমুদ্রের ফেনার মতন
করেছি পণ আমি তোমার কাছে
করেছি পণ আমি ভগবানের দুয়ারে
করেছি পণ আমার মনের কাছে
করেছি পণ তোমায় ভালবেসে
না থাক আমার কথায় তুমি কান দিয়ো না
আমি যেমন এসেছিলেম তোমার দুয়ারে
আবার ফিরে যাব তোমার বুকটি খালি করে
তুমি সবাইকে নিয়ে যেমন থাকো ঠিক তেমনি থাকবে
মনে করবে যে ফুল ফুটেছিল আঁধারে সে ঝরেছে
আজি পথের মাঝে
মাড়ায়ে মাড়ায়ে তাকে চলো পথ পরে
তুমি বলতে না আমাকে ঘৃণা করো
তাই করো-
আমি তো পথিক আর দশজনের মত
মনে করব তুমি ছিলে শীতল ছায়া
তারি নিচে আমি প্রাণ জুড়ায়েছিলাম
আজ ছায়া নেই
ক্লান্ত মনে হাঁটতে হাঁটতে চলে যাব
তোমার স্মৃতিগুলি নিয়ে-