চলে যেতে চাইছ তুমি আমাকে ছেড়ে
যে দিন এসেছিলে তুমি আমার জীবনে
বুক ভরা হাসি ছিল আমার মনে
পাওনি অধিকার তুমি আমার থেকে
আমার থেকে- পেলে না কিছু
শুধু পেয়েছো প্রেমের কথা আর মন গড়ানো ভাষা
মিথ্যে কথা-দুচোখে অশ্রুর ফোঁটা
বার বার একই কথা লক্ষ্মী শুধু তুমি আমার
নিরবে আড়ালে আবডালে বলেছি শুধু তুমি আমার
লক্ষ্মী আমি তোমাকে খুব ভালবাসি
তুমি পাওনি অধিকার-
তুমি আমাকে দেখেছো বুঝেছো
তাইতো চেয়েছো মুক্তি-বারে বারে-
আমাকে চাইছ বঞ্চিত করে দূরে চলে যেতে-
অধিকার দিতে পারি নি বলে।
আমি এমনটি গো
যাও তুমি যাও বাধা দেব না,
তোমার যা মন চায় তাই করো
নয়নের অশ্রু দিয়ে শুধু বলে যাব
লক্ষ্মী তুমি যে আমার-
আমি কপট, হিসাবী, আমি স্বার্থানেষী
তবু লক্ষ্মী তোমায় বড় ভাল বাসি-
যতদিন জীবনে শ্বাস চলবে জানবে তুমি
এঅধম তোমায় ভাল বেসে যাবে-
তোমার স্পর্শে আমি হয়েছি ধন্য
তোমার চোখে ভরা ছিল ভালবাসার স্বপ্ন
যাও চলে এই কাঁটায় ভরা জীবন থেকে
তুমি মুক্ত-আর তোমায় কষ্ট দেব না
কেন কষ্ট জমিয়ে রাখবে বুকের মাঝে
সমুদ্রের ঢেউ ভেঙে দেবে তীর
কাল বৈশাখীর ঝড়ে ভেঙে যাবে নীড়
পাল তুলে নৌকা ভিড়েবে না আর খে্য়া ঘাটে
মাঝিরা গাইবে না গান তাদের মাল্লার গান
সাজু আর রূপাইয়ের প্রেমর কথা
থাকবে জমা ঐ নকসী কাঁতার মাঠে
যাও লক্ষ্মী যাও-
তোমার সব আছে - থাকবে –
শুধু বদলে যাবে দুটি হৃদয়
যাকে একদিন তুমি নিরবে বলবে
কেন এসেছিলে আমার হৃদয়ে-নিষ্ঠুর
পারনা বাসতে ভালো, দিতে কেন পার না অধিকার-
খালি ভালবাসার কথা বলো- হৃদয় দিলে চুরমার করে
জীবনে চাওয়া আছে পাওয়া আছে
তুমি আমাকে কি দিয়েছো-ক্ষ্যাপা
আমি বলব সেই একই কথা-
লক্ষ্মী আমি তোমাকে ভালবাসি-
তুমি চলে গেলে শূন্য হয়ে যাবে এই বক্ষ-
আঁধারকে বলব আমার চোখ অন্ধকারে ঢেকে রাখিস
দিনের রৌদ্রকে বলব আমার বুকটাকে ফাটিয়ে দিস
তৃষ্ণার্তৃ মাটির মত-
মেঘকে বলব তোরা আমা্র লক্ষ্মীকে ফোঁটা ফোঁটা দিয়ে সিক্ত করিস
জোত্স্নাকে বলব লক্ষ্মীর সারাটা জীবন আলো করে রাখিস
রাতের তারাকে বলব আমার লক্ষ্মীর নয়নদুটি আলোকিত করিস
জোনাকিদের বলব তোরা আমার লক্ষ্মীর চোখে ঘুমপাড়ানি ঘুম দিয়ে যাস
আমি চেয়েছিলাম ঘুমিয়ে পড়তে লক্ষ্মীর আঁচলে মুখ ঢেকে
আমি চেয়েছিলাম চির নিদ্রা নিতে লক্ষ্মীর শান্ত স্নিগ্ধ কোলে
আমি দিবা নিশি স্বপ্ন দেখি লক্ষ্মীর কথা মনে করে
আমি পারি না থাকতে লক্ষ্মী অবিহনে
জানিব-
আমি পারি নি দিতে অধিকার তাই লক্ষ্মী গেছে চলে