এত কাল ছিলে তুমি আমার হাতটি ধরে
আজ চলে যাচ্ছ তুমি আমায় ভুল বুঝে
মনে কি পড়ে
যখন তুমি আমায় বন্ধু ছিলে
ধীরে ধীরে তুমি আমার প্রেমিকা হলে
আমি তোমাকে চেয়েছি বারং বার, তুমি নিরব ছিলে
একদা তুমি বলেছিলে ভুল হলে
আমায় তুমি মানিয়ে নেবে - বলে ছিলে
তোমার মনের মত করে – আমায় সাজিয়ে নেবে
আজ আমার মনে পড়ে
চলতে গিয়ে আমি হোঁচট খেলে তুমি ধরতে আমার হাত
আমার নগ্ন পায়ে কাঁটা বিঁধলে বুলিয়ে দিতে হাত
আমার চোখের জল মুছিয়ে দিতে তোমার আঁচল দিয়ে
আমার মনের কষ্টগুলো কুড়িয়ে নিতে তোমার দুহাত ভরে
আজ যদি আমার কথাগুলো হয় এতই মন্দ
আজ যদি আমার ব্যবহারে তুমি হও অতি ক্ষুন্ন
আজ যদি আমার ভালবাসা হয় মেঘাছন্ন
তাহলে নিয়ে চল মোরে তোমার মধুময় মনে
তাহলে নিয়ে চলো মোরে তোমার স্বপ্নের দুয়ারে
তাহলে নিয়ে চলো মোরে তোমার ঐ যষ্ঠির অবলম্বনে
আমার এই অবসাদ মনে-ঝরুক তোমার ভালবাসা
আমার এই ঝলসানো দেহে – পড়ুক তোমার স্নিগ্ধ ছায়া