সে হল আসল মানুষ, যে সদা ভাবে তোমার কথা
সুখে দুঃখে সাথে থাকে, তোমার কষ্টে পায়গো মনে ব্যথা
যে স্বপ্ন দেখায় নিত্য নতুন, খোঁজে আলোর দিশা
গানের ছন্দে মন ভরায়, বিভোর হয়ে ভাবে তোমার কথা
রাতের তারা যখন মিটমিটিয়ে আকাশ ছেয়ে থাকে
সে রঙীন রঙীন স্বপ্ন দেখে, তোমার স্মৃতিগুলি নিয়ে
রাগটি করে যখন তুমি, উদাস হয়ে থাক
চোখে তার ঘুম আসে না, সে বড়ই কাতর হতো
সে হল আসল মানুষ যে সদা ভাবে তোমার কথা
অস্থির হয় সকল কাজে, তার মনে বাড়ে ব্যাকুলতা
রোদের মাঝে ছাতা ধরে, হাতটি ধরে পাশে চলে
ঝড়ের মাঝে বুকটি ধরে, পরশ দিয়ে কাছে টানে
তোমার বিপদ এলে -সে এগিয়ে আসে ছুটে
তোমার হাতের মুষ্টি সে শক্ত করে ধরে
সে হল আসল মানুষ যে সদা ভাবে তোমার কথা
সুখে দুঃখে সাথে থাকে, তোমার কষ্টে পায়গো মনে ব্যথা