বছরের শেষে এলো সাগর মেলা
সবাই চলেছে নৌকো করে
কেউ বা গাড়ি করে
চারিদিক যেন উত্সবের হৈ হৈ রব
ঠাকুমা বলেন সব তীর্থ বার বার
গঙ্গা সাগর একবার, পুণ্যিটা সেরে আসি
আমি প্রশ্ন করলাম পুণ্যিটা কী
ঠাকুমা বলেন ওরে ছোঁড়া শোন
আমাদের দেশে ছিল সাগর রাজা
জ্ঞানী গুনি, অতি দানী- বড়ই কৃপালু
করলেন যোগ্য, ঘোড়া ছুটিল
দিক থেকে দিগন্ত, ছলনা করল ইন্দ্র
ঘোড়া চুরি করে রাখল ধরে
কপিলের আশ্রমে, রাজা খোঁজে
দিশে হারা হয়ে, ৬০ হাজার পুত্র
অবশেষে গেল মুণির আশ্রমে
দেখিল ঘোড়া বাঁধা মুনির সামনে
রাগে রোষে, অতি বেগে পুত্রগণ
গেল মুনির প্রাণ নিতে
ভষ্যিভূত হল তারা ঋষির অনলে
ভগিরথ শেষে মা গঙ্গার বন্দনা করে
বলেন মাগো এসো ধরা ধামে
মোক্ষ লাভ করুক আমার ভাত্রীগণে
তাঁর স্তুতিতে মা গঙ্গা প্রসন্ন হলেন
শিবের জটা থেকে তিনি মত্তে নেমে এলেন
ভগীরথ চলে শঙ্খ বাজাতে বাজাতে
প্রসন্ন হয়ে মা চলেন, তার পাছে পাছে
মা এলেন কপিলমুণির আশ্রমে,
জলে জলময় দেখে কপিল গণ্ডুষ করে
মা গেলেন মুনির জঠরে
অবশেষে ভগীরথ করিলেন প্রার্থনা
মুনির পাদদ্বয়ে,
কাতর প্রার্থনায় মুনি অভিভূত হলেন
মা গঙ্গাকে জঠর থেকে মুক্তি দিলেন
চোখের নিমেষে ৬০ হাজার পুত্র
মোক্ষ লাভ নিলেন
মা গঙ্গা ভগীরথকে বলেন
বর মাগো ভগীরথ
তোমার মন বাঞ্ছা পূরণ হবে
ভগীরথ বলেন ধরাধামে পাপী তাপী জ্বলিছে নিরন্তর
তাদের মুক্তি দাও তোমার অমৃত জলে
মা গঙ্গা তাকে আশীর্বাদ করে
সেই হতে রোগ শোক, পাপী তাপী
উদ্ধার হচ্ছে গঙ্গার জলে