স্কুলে গেল খুকি, মায়ের চোখে জল ভরে এল
স্কুলে মিলছে মিড ডে মিল, বই পত্র
এবার বুঝি সরকার জাগরিত হল
বাব-মায়ের আকাশচুম্বী কল্পনা
খুকু বড়ে হয়ে ডাক্তার হবে
দেশ ও দশের কাজ করবে
বাবা-মায়ের দুঃখ ঘোচাবে
একে একে স্বপ্নগুলি বাড়তে থাকে
খুকু-মনি পড়াশুনায় অসামান্য মেধাবী
পাড়া-প্রতিবেশীরা প্রশংসায় পঞ্চমুখ
এই ভাবে খুকি বিদ্যা অর্জন করতে লাগল
স্কুলের শিক্ষক খুব স্নেহ করে
তার দিকে খেয়াল রাখে-হঠাত
খুকু আর স্কুলে আসে না
শিক্ষক মশায় চলে খুকুর খোঁজে
গ্রামের মেঠো পথ-
সবাইকে জিজ্ঞাসা করে খুখুর বাড়ির ঠিকানা
কিন্তু কোথায় খুকুমণি-
স্টেশনের ধারে, খবরের কাগজ নিয়ে
বাবুরা খবরের কাগজ কিনুন না
আমরা বড় গরীব-