আজ বারে বারে তার মুখটি ভেসে ওঠে
যে কবিতাগুলি পড়েছিলাম তাহা স্মৃতির অতীতে
সে অভিমান করে চলে গেল
কত দিন হয়ে গেছে সে আর ফেরে না
প্রতি দিন সূর্য্য ওঠে, অস্ত যায়
গোধূলি বেলায় রাখাল ফিরে আসে
অভিমানী আর ফিরে আসে না
পূর্ণিমার চাঁদের আলোয় তাকে খুঁজি
নিশুতি রাতে আকাশ ভরা তারার মাঝে
খুঁজে বেড়ায় তন্দ্রা জালে
অভিমানী আর ফিরে আসে না
প্রখর গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে
চৌচির হয়ে যায়
বুকের মাঝে শুধু নিরব হাহাকার
অভিমানী আর ফিরে আসে না