ওরা চলে আসে ধেয়ে
নীল গগনে ভেসে
নিমিত্ত নেই না বিশ্রাম
আসে তারা দূর দিগন্ত থেকে
অচেনা পথ পাহাড় নদী পেরিয়ে
ওরা আসে সারি বদ্ধ ভাবে
নেই তাদের কোনো বর্ডারের সীমানা
তারা আসে প্রকৃতির এই অচেনা দেশে
আজ মানুষ মানুষে করেছে সীমানা
ভাবে নিজের পাওয়ার কথা
ওরা ভাবে না, পাওয়া চাওয়া
ওরা পরিযায়ী, হয় অতিথি আমাদের
ওরা খোঁজে জলাশয় ডোবা নালা বিল
ওদের আস্তানা আজ মানুষে করেছ পঙ্কিল
ওরা আসে এদেশে নতুন বছরের শুভেচ্ছা নিয়ে
ওরা হচ্ছে হত প্রতিনিয়ত আমাদের দূষণে
জলাশয়ের পাশে গর্জিয়া ওঠে বসতবাড়ি
নিত্য নতুন সারি সারি দোকান
মানুষের চাহিদা অনুযায়ী
কচুরিপানা, থার্মোকল, রান্নাঘরের জঞ্জালে
পুকুর ডোবা, জলাশয় হচ্ছে নোংরা
সবাই তাহা জানে, তবু হয় না চেতন
ওরা হচ্ছে হত প্রতিনিয়ত আমাদের দূষণে