তুমি চলে গেলে মনের খেয়া ছেড়ে
একাকি বইছি খেয়া তোমার স্মৃতিগুলি নিয়ে

বসন্তের ফুল যেদিন ফুটেছিল বধু
সেদিন তোমার হাসি লেগেছিল মধুর

মাছ রাঙা পাখি থাকে চেয়ে
পুকুরের ঘোলা জলে
আমিও থাকি চেয়ে সূদূর নয়নে

কৃষ্ণচূড়া ফুলে রঙ লেগেছিল বসন্তে
তুমি রেখেছিলে মন
আমার বিশাল বক্ষে


ভ্রম হরিণ যেমন কস্তুরি খুঁজিয়া বেড়ায়
আজও আমি থাকি তোমার প্রতিক্ষায়


তুমি চলে গেলে মনের খেয়া ছেড়ে
একাকি বইছি খেয়া তোমার স্মৃতিগুলি নিয়ে