ভাবছ তুমি বসে নীরব একাটি মনে
ছন্দ তোমার গেছে সূদর গহনে
কেমন করে বইবে খেয়া হায়
একটি মাঝি দুটো নৌকা তায়
ভেবে ভেবে আকুল হলে তুমি
মনের খেয়ায় ভাসছে দুটি তরী
অকূল গাঙে বান যখন আসে
দুটি নৌকো এক হয়ে দরিয়াতে ভাসে
শুনবে তুমি ছোট্টো দুটি কথা
একই বৃন্তে দুটি ফুল থাকে,
একই আকাশে চাঁদ সূর্য হাসে,
খোলা মনে তাই ভরেছো দুটি প্রাণ
বক্ষে দিয়েছো ক্ষাপার অফুরন্ত স্থান
জানবে তুমি বাস্তব – সত্য, জগত সত্য
পরে কী হবে জাননা তুমি তার তথ্য
ভবিষ্যত ভেবে হয়ো নাকো বিচলিত
সময়ের ধারা বইবে তার স্রোতে
বর্তমান তোমায় ভবিষ্যতে নিয়ে যাবে
তাহাকে স্বাগত জানাও তোমার আঁচলটিতে
একলা বসে চিন্তা করে মনকে দিয়ো না দোলা
হিমেল হাওয়ার স্পর্শ লেগে ভুলবে যত যাতনা
ভাবছ কেন ওগো নিঠুর স্বব্ধ হয়ে তুমি-
অঙ্গীকার করছো মনে মনে
এবার সময় এসেছে বুঝি
যাবে উড়ে গহন বনে মনের অচিন পাখি-
রাত দুপুরে বড় সে করত চেঁচামেচি
মনকে তুমি হাল্কা করে বলো তাকে বিদায়
দেখেছো কি ভেবে এর মানে কি যে হয়