আঁধার ঘুচে এল ভোর
পূবের আকাশ লাল করে
ঘুম ভাঙে নীদ মহলে
পাখিদের কলরবে
ভ্যান গাড়ি যাত্রী ভরে
চলে স্টেশনের দিকে
রিক্সার হরেন বাজে
ব্যস্ততার সুরে
ঘটকি বুড়ি ভোর বেলাতে
বনফুল পাতা নিয়ে
চলে শহর পানে,
মাথায় বোঝা নিয়ে
বধুরা যায় গো ঘাটে
কাপড়ের বোঝা নিয়ে
স্নানের ঘাটে সকাল বেলা
কত কথা বলে
কচি কাঁচা বই বগলে
পাঠশালাতে চলে
দিদিমণি হারমনি বাজায়
মন মতানো সুরে
সকাল বেলায় ঘাসে ভরা শিশির
মুক্তোর মতো জ্বলে
ঘুমের রাজ্যে ঘুমপাড়ানি মাসি
ঘুম ছাড়িয়ে চলে আপন কাজে
পাখির ডাকে ভোর হয়
মায়ের ডাকে সকাল
পূর্বাকাশের রঙীন সূর্য্যি
প্রভাতে উদয় হয়
ছোটে খালে নৌকা আসে
মাটি ভরে ভরে
কুমোর ঘরের মাটির খুরুইয়ে
সকালের চায়ে চুমুক পড়ে