মনের মাঝারে
আমার মনের মাঝারে, আছো তুমি হৃদয় জুড়ে।
কবিতায় নয় প্রাণের প্রতিটি স্পন্দনে
তুমি রবে নিরবে আমার অন্তরাত্মা হয়ে
থাকনা যেথায় তুমি আমি রেখেছি মনের গভীরে
তোমার ছোঁয়ায় হয়েছে ধন্য ছোট্ট জীবন খানি
শত বেদনা, শত কান্নায় - পেয়েছি তোমাকে আমি
যুক্তি দিয়ে ফিরায়োনা মোরে - নাওগো টেনে আমায়
পারব না ছেড়ে থাকতে লক্ষ্মী গো তোমায়
ঝিনুক যেমন রাখে মুক্ত তার ভিতরে
আমিও রেখেছি তোমাকে মনের অন্তরালে
ছোট্ট জীবন যেমন থাকে অঙ্কুরিত বীজে়
তুমি আছো তেমন আমার শ্বাসের মধ্যে
মন ভোলানো কথা নয় মন গড়ানো কান্না নয়
আমি চেয়েছি তোমায় যুগ যুগ ধরে-
এসেছি ফিরে তাইতো খুঁজে তোমারে
আমার এ মন আছে তোমার শ্বাসে -
তোমার প্রতিটি দুঃখ কষ্টের কান্নায়
আমার হৃদয় থাকিবে সদা তোমার হৃদয় মাঝে
ফুল যেমন ঢাকা থাকে পাপড়ি দিয়ে
তুমিও আছো লক্ষ্মী আমার মনের আবডালে
এই জগতে যদি সত্যি কেহ আমার থাকে
সে হল আমার পূজার ফুল-লক্ষ্মী
তুমি থাকবে আমার হৃদয় মাঝে