আমরা যাদের সুশীল বলি
সুশীল কি ভাই তারা?
নানা জনের পক্ষে সুশীল
নিয়ত খাটেন ভাড়া।
সত্যিকারে সুশীল যারা
অনাহারে থাকেন তারা
জ্ঞান-গুণে সুশীল যারা
সব বেটারাই গৃহ হারা।
চিকিৎসা হীন ডোমের ঘরে
লাশটা দেখি পরা
এমন দেশে জন্ম নিলাম
বিবেক দিচ্ছে তাড়া।
যেসব সুশীল বাংলাদেশে
সর্বদা ভাড়া খাটে
ভাবছি এবার পশুর সাথে
তুলবো তাদের হাটে।
এসব সুশীল পশুর হাটে
পাবে উচ্চ দাম
বিশ্ব জুড়ে ছড়িয়ে যাবে
মুহুর্তে তার নাম।