প্রিয়তমা যে আমার

এক ঝাঁক ডানা কাটা পরীর মাঝে,
তোমাকে যদি রাখা হয়,
হাজার পরী মুখ লুকাবে,
তোমাকে দেখে লজ্জায়।

পৃথিবীর সবগুলো ফুলের মাঝে
তোমাকে যদি রাখা হয়,
তোমাকে দেখে ফুলগুলো সব,
মাটিতে লুটাবে লজ্জায়।

তুমি সবার চেয়ে সুন্দর
প্রিয়তমা যে আমার,।

আকাশের বুকে ওই রুপালি চাঁদ,
আনমনে ভেসে বেড়ায়,  
তোমার হাসিটা দেখলে পরে,
মেঘের ফাকে সে লুকায়।

তুমি সবার চেয়ে সুন্দর
প্রিয়তমা যে আমার,।