বিধাতার সৃষ্টি
(উৎসর্গ স্নেহের তাওহীদ উৎস কে)
দেখেছি তোমাকে যতনা পলকে
ভেবেছি তোমাকে নিরন্তর বিবেকে।
বেসেছি ভাল হৃদয় কুঠিরে আটকে
পেয়েছি অনাবিল আনন্দ পুলকে।
চমক লেগেছে স্নিগ্ধ হাসির ফোয়ারা
শিহরণ জেগেছে পরাণে মাতোয়ারা।
কাল ভেদে পড়ে মনে অস্থির অন্তরা
শিশির ভেজা ঘাস পেরিয়ে আওয়ারা।
হাসিতে মুক্তা ঝরে অন্তরে ধরে কাঁপন
নয়নে কাজল মাখা প্রশান্তি করে রোপন।
হিল্লোল তুলে প্রাণে সঞ্চিত করহে জীবন
উৎফুল্ল করিও মন স্বহাস্যে আলাপন।
ধরাতে খড়া পড়ে যদি না হাসে পরাণ
ফুল ফুটে যদি না থাকে সুবাসিত ঘ্রাণ।
করিবেনা পথিকজন হাত বাড়িয়ে সাজন
স্বার্থক হবেনা ফুল ফুটার ছিল প্রয়োজন।
ভ্রমর ছুটে যায় ফুলের সুবাসে কাননে
নৃত্য চরণে বসে পাপড়িতে মধু আহরণে।
পায় ফুল সুখ ফলন ধরে প্রকৃতির কারণে
সৃষ্টি সচল ধরার বুকে বিধাতার ফরমানে।