কেউ একজন তোমাকে ভীষণ অপছন্দ করে
মানে এই নয়, তুমি সবার অপছন্দের মানুষ
একটু খেয়াল করলে দেখবে
অনেকেই কারণে অকারণে তোমাকে খোঁজে
তোমাকে মিস করে, ওরা তোমাকে পছন্দ ও করে
তাই হতাশ হ'য়ো না।
কেউ একজন তোমার লেখা কবিতা পড়ে
নেতিবাচক মন্তব্য করেছে
মানে এই নয়, কবিতাটি কেউই পছন্দ করবেনা
একটু অপেক্ষার কর, অবশ্যই কেউনা কেউ
তোমার কবিতায় তাকে অথবা
তার জীবনের অংশবিশেষ খুঁজে পাবে
একজন পছন্দ করলেও তোমার কবিতাটি
কবিতা হয়ে উঠবে, তাই লিখে যাও।
তোমার গল্প প্রিয় স্বভাব
কারো কাছে ভীষণ অপছন্দের হতে পারে
তাই বলে তোমার স্বভাবটা বদলে ফেলনা
কারন, এই গল্প প্রিয় স্বভাবের কারনেই
অনেক মানুষ তোমাকে ভীষণ পছন্দ করে
তোমাকে পছন্দ করে
এমন মানুষ গুলোই তো তোমার দরকার,
আর ওদেরও দরকার তোমাকে
তাই তুমি তোমার মতই থাকো।