আজ ঝড় বৃষ্টি যাই হোক
বিকেল বেলায় ফুল হাতে লাইব্রেরীতে
আমি তোমার জন্য অপেক্ষা করবো-
তুমি আসবে?
তোমার প্রিয় রঙের পাঞ্জাবীটা পড়বো
হাতে পড়বো কালো ফিতের ঘড়িটা
চোখে থাকবে মোটা ফ্রেমের চশমা
তুমি আসবে?
তোমার হাত ধরে হাটতে হাটতে
বিকেল গড়িয়ে সন্ধ্যে, তবুও হাটতে থাকবো
দুজন কোথাও খুব কাছাকাছি হয়ে বসবো
তুমি আসবে?
বাসায় ফেরার জন্য তুমি মনস্থির করলে
আমি বলবো- আর একটু থাকো
তোমাকে বাসার খুব কাছাকাছি পৌঁছে দেব
তুমি আসবে?
নির্জনে রবীন্দ্রনাথের গান শোনাব তোমায়
তুমিও গুনগুন করবে আমার সাথে
তুমি তোমার প্রিয় কবিতাটি শোনাবে
তুমি আসবে?
তোমার উষ্ণ সান্নিধ্য অনুভব করে করে
অনেক অনুরাগ ভরা উতলা মনে
তোমার জন্য কবিতা লিখবো
তুমি আসবে?
বলো, তুমি আসবে?