তেলবাজ তেলারাম বললো সেদিন, আরে!
তেলবাজী কারে কয় ওসব আমি জানিনারে
তেলবাজী চাপাবাজী সব কিছু বেহুদাই
তেল মেরে লাভ হয় মোটে আমি মানিনারে।
তেল দিয়ে তেলারাম হাটে মাঠে তুঙ্গে যে
তেলের গতিতে চলে তেলারাম সাধু সেজে
তেলবাজ লোক দেখে তার তবু রাগ হয়
তেলতেলে তেলারাম রাতদিন তেল মেজে।
তেল মেখে দুই হাতে তেলারাম বসে থাকে
তেলবাজ বলে তবু গালি দেয় যাকে তাকে
তেল মেরে তাল হয়ে তেলারাম বলে রোজ
তেল ছেড়ে বড় হও ভালবেসে কাজটাকে।