কেনাকাটায় মহা ব্যস্ত
ঈদ পালনের ঘটা
কওনা সুজন পুরো মাসে
রোজা ছিলা ক'টা?

জেনে রেখো- ঈদের খুশি
রোজাদারের জন্য
বে রোজাদার, কি দরকারে
কিনছো নতুন পন্য?

সংযমে উত্তীর্ণ হলে
ঈদ আনন্দ তার
মহান খোদা নিজের হাতে
দিবেন পুরস্কার।