যার দেয়ালে পেরেক ঠুকি
তার গায়ে লাগেনা মোটে
আহা উহু কান্না শুনি
পাশের বাড়ির ভোলার ঠোটে।
চতুর ভোলার লুঙ্গি খানায়
সামনে পিছে ছিদ্র ছ'টা
তবু ভোলার নজর চলে
গামছাতে কার ছিদ্র কটা।
ভোলার বৌয়ের কোমর ভাঙলো
ভোলার দিলে লাগেনা চোট
পড়শী ভাবীর ফুটলে কাঁটা
ব্যাথায় বাকে ভোলার দু'ঠোট।
ভোলার টাকে কাকে ঠোকায়
ভোলা তবু টের না পায়
আপন ঘরের খবর ছেড়ে
ভোলা ছোটে পাশের গাঁয়।
আবেদ আলী লংকা চিবায়
ভোলার তাতে গলা জলে
পাশা খাইলো মশার কামড়
ভোলা হুদাই শরীর ডলে।
তলা শূন্য সব ভোলারা
তালি খোঁজে পরের তলার
গাধার রাজ্যে ভোলার প্রভাব
সাধ্য থাকে কার কি বলার।
এমন ভোলা কোন গাঁয়ে নাই
জানলে যেতাম সেই গায়েতে
কোনমতে থেকে যেতাম
আর চলেনা ভোলার সাথে।।