আমি নিয়ম ভাঙি নিয়ম করে
এটা আমার স্বভাব
বলতে পারেন আছে খানিক
নিয়ম জ্ঞানের অভাব।
যে বানীতে মুগ্ধ মনে
লাগান হাতে তালি
অনেকটা তা আমার কাছে
নিছক বেফাস গালি,
আপনি যেটা মন্দ জেনে
মুখ ফিরিয়ে থাকেন
অনেকটা তা আমার প্রিয়
আপনি জেনে রাখেন,
এটা আমার স্বাধীন চেতা
স্বভাবেরই প্রভাব,
আমি নিয়ম ভাঙি নিয়ম করে
এটা আমার স্বভাব।
সবাই যেটা গো-গ্রাসে খায়
আমার তাতে অরুচি,
সবাই যাকে নষ্ট ভাবে
আমি তাতে হই সুচি,
যাদের থেকে সবাই দূরে
আমি তাদের কাছে
আমি তাদের তারা আমার
যে যা বলুক পাছে
আমার রাজ্যে প্রজাও আমি
আমিই আবার নবাব,
আমি নিয়ম ভাঙি নিয়ম করে
এটা আমার স্বভাব।