মিষ্টভাষী লোকগুলো সব
বন্ধু হবার নয়
আবেদ আলী হর হামেশাই
এই কথাটা কয়।

যে মুখটাকে দেখ তুমি
প্রোফাইলে ফেস বুকের
মানুষটা কি সত্যিই অমন
নাকি অন্য লুকের!

আবেদ আলী বলছে ওটা
ক্যামেরাটার গুনে
আসল বন্ধু পেতে তারে
নাও গো জেনে শুনে।

ভুল ছবিটা করতে ডিলিট
একটা টাচই লাগে
ভুল বন্ধু ডিলিট কি হয়?
জবাব খোঁজো আগে।