সব কথা যে কথা নয়
কান ছুঁলেও ছোঁয়না মন
কথার কথা তারে কয়।

সব কথা যে কথা নয়
চোখে যদি আটকে চোখ
না বলেও কথা হয়।

সব কথা যে কথা নয়
নির্জনতায় নিরবতা
কত কথা তাতে রয়।

সব কথা যে কথা নয়।
বোবা ব্যথা অশ্রু হয়ে
অসীম কথার বন্যা বয়।