বুকের পাঁজর ব্যথা হয়ে গেছে
দিন রাত কেশে কেশে
দু'তিন রকম ওষুধ দিয়েছেন
ডাক্তার বাবু এসে।
গরম পানি, কত আদা চা
কিছুতে হয়না কিছু
কাশির সিরাপ, বাসকের রস
কাশিতো ছাড়েনা পিছু,
কাশির শব্দে পাড়া নির্ঘুম
আমি উন্মাদ বেশে,
বুকের পাঁজর ব্যাথা হয়ে গেছে
দিন রাত কেশে কেশে।
কাশির শব্দ ঝনঝন বাজে
কাঁশার থালার মত
কাশিম কাকার কাশির দাওয়াই
কেরামতি তার যত,
সব কিছু ফেল কি করি এখন!
কবিতা পড়তে এসে?
চর্চা আমার ভালোই তো ছিল
কাশিতে যে গেছি ফেসে,
বুকের পাঁজর ব্যাথা হয়ে গেছে
দিনরাত কেশে কেশে।