আমি আর কারো জন্য অপেক্ষা করিনা
আমি নিজের সাথেই বন্ধুত্ব করেছি
আমি এখন নিজেকে সময় দেই।
আমি আর কারো জন্য অপেক্ষা করিনা
আমি এখন নিজের সাথে কথা বলি
না বলা গল্প গুলো আমি নিজেকে শোনাই।
আমি আর কারো পথ চেয়ে বসে থাকিনা
আমি এখন একাই পথ চলি
পথ হারাই আবার তা নিজেই খুঁজে বের করি।
আমি আর করো জন্য কবিতা লিখিনা
আমি এখন আমাকে নিয়ে লিখি
নিজেকেই আমি আমার সামনে তুলে ধরি।
আমি আর কাউকে গান শোনাই না
আমি এখন আপন মনে গাই
ভাবনাগুলো গুছিয়ে কথায় সুরে মালা গাথি।
কিন্ত; হঠাৎ আবিষ্কার করলাম
আমার গান কবিতা গল্প
সব কিছুই যে অন্য কারো অধিকারে
সবখানেই যে তার উপস্থিতি
আমার ভিতরেই তার বসবাস
জানিনা এটা কখন কি করে হল
শুধু জানি আমি কারো জন্য অপেক্ষা করিনা।