দিবা রাত্রি এত জ্বালাই
তবু কেন নিরব থাকো
এতটুকু হয়না কি রাগ?
প্রিয় নামেই তবু ডাকো।
জ্বালাও যত পারো তুমি
জ্বলতে আমার ভালোই লাগে
জ্বলে পুড়ে খাঁটি হবো
তাইতো জ্বলার ইচ্ছে জাগে।
দাওনা তবে কিছু জ্বালা
আমিও জ্বলি তোমার মত
স্মৃতি হয়ে থাক হৃদয়ে
ভালোবাসায় পোড়া ক্ষত।
সবাই কি আর জ্বলতে পারে?
কেউ জ্বলে আর কেউবা জ্বালায়
আমিই না হয় ইচ্ছে করে
রয়ে গেলাম জ্বলার পালায়।
তুমিই বুঝি হবে খাঁটি
আমার জ্বালায় জ্বলে পুড়ে
খাঁটি হবার এমন খেলায়
আমায় কেন রাখছো দূরে?
খাঁটি হতে চাইছো যদি
আমায় তবে কাছে টানো
পোড়া মনের ছোয়ায় তুমি
খাঁটি হবে সত্যি জানো।।