ঘর ছেড়েছি সেই কবে!
ওখানে আমার আর মন বসেনা
আমি এখন পথে পথে।
পথেই ভালো,
পথ দেখতে আকা বাকা হলেও
পথ ভারি সরল,
পথের দু'ধারের গাছ সরল,
পাতা সরল, ফুলেরা সরল
আমার ইচ্ছাতে ওরা হেলে দুলে সম্মতি জানায়
সরল গাছে গাছে ছুটে চলা পাখিগুলো
আমাকে গান শোনায়।
আমি ওদের সাথে গল্প করি, গান করি
দারুন সময় কাটে আমার
ওরা আমার কথাগুলো মন দিয়ে শোনে
ঘরের মানুষগুলো ঠিক শোনেনা
হয়তো শোনে, কিন্ত বোঝেনা
বুঝলে কি আর ঘর ছাড়তে হয়!
ঘর ছেড়েছি সেই কবে!
ওখানে আমার আর মন বসেনা
আমি এখন পথে পথে।