বৃষ্টি আমায় গাইতে শেখালো
রিমঝিম ঝিম সুরে
ভিজে হাওয়া সুর মেলালো
নেচে নেচে উড়ে উড়ে।
আহা বৃষ্টি,  রিমঝিমঝিম ঝরে বৃষ্টি,,,

টাপুর টুপুর ঝরে ঝরে পরে
ছন্দ শেখাল বৃষ্টি
ঝরঝরঝর ঝুমঝুম ঝুম
আহা কি মধুর মিষ্টি
বৃষ্টি আমার সাথী হয়ে থাক
সকাল সন্ধ্যা জুড়ে,
বৃষ্টি আমায় গাইতে শেখালো
রিমঝিম ঝিম সুরে।
আহা বৃষ্টি,  রিমঝিমঝিম ঝরে বৃষ্টি,,,

মেঘের ভেলায় ভেসে ভেসে এসে
সুর হয়ে ঝরে বৃষ্টি
আমায় শেখালো তেমনি করেই
করতে সুরের সৃষ্টি
প্রেম হয়ে আসে রাঙাতে আমায়
মেঘলা আকাশ ফুড়ে,
বৃষ্টি আমায় গাইতে শেখালো
রিমঝিম ঝিম সুরে।
আহা বৃষ্টি,  রিমঝিমঝিম ঝরে বৃষ্টি,,,