ঢাকা শহর ফাঁকা
কত্ত ভাল হতো
যদি বারো মাসই এই ঢাকাকে
এমন রাখা যেত!
গাড়ি-ঘোড়ার পিপিপ-প্যাপু
ভাল্লাগে না আর-
মানুষের গা ঘেষে মানুষ
স্বস্তি লাগে কার?
ফাঁকা ঢাকা দুই ঈদে পাই
প্রতি বারো মাসে
আবার ঢাকা চিরচেনা
মানব স্রোতে ভাসে।
ঢাকারে তুই আযব ঢাকা
কত্ত যে রং তোর!
ঈদের সময় ভিন্ন কেবল
তিন চার দিন জোর!