তুমি যখন কথা বলো -
কথাই তোমার কবিতা হয়
সেই কবিতা লিখে রাখি
আমি আমার মনের খাতায়।
এসব তোমার বাড়িয়ে বলা
আমি কি আর বলতে জানি?
কথা যদি কবিতা হয়
তোমায় তবে কবি মানি।
ইচ্ছে হলে তখন পড়ি
সেই কবিতায় তোমায় খুঁজি
দৃশ্যায়নে তোমায় নিয়ে
কল্পনার এক জগৎ গড়ি
কবিতা শেষ - তবু যে তার
সারাদিনই রেশ রয়ে যায়
তুমি যখন কথা বলো -
কথাই তোমার কবিতা হয়।
তোমার আচ্ছে ইচ্ছা বিলাস
কবিতা - কল্পনা - মায়া
আমার কি আর সাধ্য বলো
তোমার মনে ফেলবো ছায়া।
তুমি যখন কথা বলো -
কথায় তোমার যাদু থাকে
তোমার কথার যাদু আমায়
মোহাচ্ছন্ন করো রাখে
হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
কথা যেন সুর হয়ে বয়
তুমি যখন কথা বলো -
কথাই তোমার কবিতা হয়।
যাদু আছে তোমার ছোঁয়ায়
তোমার লেখা সব কবিতায়
সেই কবিতা পড়ে পড়ে
আটকে গেছি যাদুর মায়ায়।
তুমি যখন কথা বলো -
কথা নয় সে কথা মালা
কথা শেষে কথার ক্ষুধায়
হারাই কথা বলার পালা
কথা শোনার ব্যাকুলতায়
মুগ্ধ এ মন কান পেতে রয়
তুমি যখন কথা বলো -
কথাই তোমার কবিতা হয়।
সাধ্য কবে ছিল আমার
কথা দিয়ে মালা গাথি
শিখছি কথা সেদিন থেকে
যেদিন থেকে তোমার সাথী।
তুমি যখন কথা বলো -
না বলা সব কথা থাকে
তোমার কথার মায়াজালে-
হারাই আমি কথার বাকে
ভাল লাগার - ভালবাসার
কথা বুঝি এমনই হয়!
তুমি যখন কথা বলো -
কথাই তোমার কবিতা হয়।
ইচ্ছে হলেই যায়কি বলা
সকল কথা খুব সহজে
না বলা সব কথাগুলো
নিজে থেকেই নাওনা বুঝে।।