আমি এক আজীবন যোদ্ধা-
প্রথম যুদ্ধে নেমেছিলাম
পৃথিবী দেখারও আগে
লক্ষ লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে
আমিই হয়েছিলাম প্রথম
আর পুরস্কার হিসেবে পেয়েছিলাম -
পৃথিবী নামক আর একটা যুদ্ধ ক্ষেত্র।

পৃথিবীতে প্রথম যুদ্ধটা ছিল
মায়ের বুক থেকে প্রথম পানীয় গ্রহন
কারো কাছে না শিখেও চোয়ালের শক্তি খাটিয়ে
টেনে টেনে তা গ্রহন করতে হয়েছিল।

কিছুদিন যেতে না যেতেই নতুন নতুন যুদ্ধ ...
বার বার পরে গিয়ে আবার উঠে
দু'পায়ে দাড়াতে শেখা, হাটতে শেখা,
সবার মত করে বলতে শেখা
আঁকি বুকি করে অক্ষর শেখা,
শব্দ শেখা, বাক্য শেখা,
অতঃপর শ্রেনীতে প্রথম হবার যুদ্ধ।

এবার পরিনত বয়স...
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ
পছন্দের চাকরিটা পাবার যুদ্ধ
অফিস কলিগদের সাথে গোপন-প্রকাশ্য যুদ্ধ।

সরকারী অ-ব্যবস্থাপনা-
কর্মকর্তা, কর্মচারীদের দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ
সমাজপতি, পাড়ার উটকো মাস্তান, চাঁদাবাজ, দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির বিরুদ্ধে যুদ্ধ।

শারীরিক অসুস্থতা, অক্ষমতায় টিকে থাকার যুদ্ধ
সন্তানদের জন্য বেছে বেছে বিয়ের
সঠিক পাত্র-পাত্রী খুঁজে বের করার যুদ্ধ ।

তারপর এক সময় যুদ্ধ বিধ্বস্ত ক্লান্ত শরীরে
আপনজনদের অবহেলা - অনাদরে
শেষ নিশ্বাস পর্যন্ত টিকে থাকার যুদ্ধ।

কিন্ত; কেন এই যুদ্ধ? কি পাবার আশায়?
শেষ পর্যন্ত এই জীবন যোদ্ধার অর্জন কি
আবার অসীম শুন্যে মিলিয়ে যাওয়া!