ঠিক কতটুকু ভালবাসলে তুমি আমার নিজের হতে
খুব জানতে ইচ্ছে হয়
বুকের জমিনে ভালবাসার চাষ করেছিলাম।
দিবসরাতি তোমার স্বপ্নে বিভোর ছিলাম।
তোমার উথাল পাথাল প্রণয়ের সুরে মাতাল হয়ে
জনমভর ভালবাসার বিনিসুতোর মালা দিয়ে বেঁধে রাখতে চেয়েছিলাম।
ভালবাসার ছায়ায় তোমার কায়ার মাঝে হারাতে চেয়েছিলাম।
হঠাৎ ঝরে পড়া নিঃসঙ্গ নক্ষত্রের মতো স্বপ্নটা
ভেঙ্গে গেলে তাকিয়ে দেখি তোমার ভালবাসার চৌহদ্দীতে আমার কোন অস্তিত্ব নেই,
তোমার ভালবাসার আকাশে পাখি হয়ে উড়বার
সাধ জাগতেই তোমার সীমানার কাঁটাতারে জড়িয়ে যাই।
এখন আমি,
সুতোকাটা ঘুড়ির মতো অচেনা উঠোনে করি বসবাস
বুকের গহীনে লুকিয়ে রেখেছি তোমার দেওয়া দীর্ঘশ্বাস।
অমানিশার মতো তোমার প্রতারণার অন্ধকারে, আমার ভালবাসার ফুল অকালে ঝরে পড়ে।
মহাকালের স্রোতে,
বসন্তের মাতাল সমীরণে,
শিমুল পলাশের রক্তিম আলাপনে,
একরাশ শুন্যতা আমায় উপহার দিয়েছিলে ভালবাসার প্রতিদানে।
তুমিহীনা আমি এখনও বেঁচে আছি
যাপিত জীবনের অভ্যস্ততার দামে।