বাংলাদেশ আমার অন্তর,
রাখি তারে পাঁজরের ভিতর।
কত শহীদের দেহাবশেষ,
গণনা হবে নাতো শেষ।
এক সাগর সমান রক্ত,
শোকে দুঃখে জড়ানো বাঙ্গালীর ক্ষত।
পাশবিক যন্ত্রণায় ধর্ষিতার চিৎকার,
ঘরহীন শত মানুষের হাহাকার।
বোমারু বিমান উড়ে আকাশের পর,
কালো রাত পার হল হত্যাযঞ্জের ভিতর।
হাড্ডিসার দেহের জঠর,
কাদা জল মাখা ক্ষুধায় কাতর।
বধ্যভুমি ভরা লাশের স্তর,
স্বজন হারানোর শোকে পাথর।
বুক তাদের বুলেটে হল ঝাঁঝরা,
হারিয়ে গেল সূর্যসন্তানেরা।
ফসলের মাঠ, পুকুর ভরা মাছ,
সব হারিয়ে নিঃস্ব তারা আজ।
তাতী কামার কুমার জেলে,
অস্ত্র হাতে নিল তুলে।
লক্ষ খুনে অর্জিত আমার স্বদেশ,
পৃথিবীর বুকে এই মানচিত্রের নাম
সোনার বাংলাদেশ।