আমি যদি কখনও হারিয়ে যাই,
এই ভীড় ভাট্টার শহরে।
তুই কি তোলপাড় করে
আমায় খুঁজবি,
নাকি নতুন বাসরে মুখ লুকাবি,
আমার বড় জানতে ইচ্ছা হয়।
আমার ভেজা চুলের সুবাস,
পরিপাটি বেশবাস,
দু,চোখ ভরা কাজল,
এলোমেলো বাতাসে উড়ানো,
শাড়ির আঁচল,
আলতারাঙ্গা পা দু,খানি,
দু,হাত ভরা চুড়ির রিনিঝিনি,
খুব ভালবাসতিস তুই।
চোখের আড়াল হলে মনের আড়াল হয়,
একথা জানিস নিশ্চয়।
তবে,আকাশে দেখবি মেঘের ঘনঘটা,
বুঝে নিস ও আমার অভিমান।
নদীতে যখন উত্তাল ঢেউ,
বুঝে নিস ও আমার প্রণয়ের বান।
ফাগের আলোয় রক্তিম ভুবন,
ওতো আমার শাড়ির বাসন্তি রং।
স্মৃতির খেরো খাতায়,একসময়
সব ধোঁয়াশা হয়ে যায়।
তোর নতুন সুখের নীড়ে,
জোৎস্না রাতের নির্জন চন্দ্রপ্রহরে,
কালে ভদ্রে মনে করিস আমায়।