আমার শহরে আসিস তুই নিতে আমার খোঁজ।
ঠাসবুনোটের ভীড়ে তোকে স্বপ্নে দেখি রোজ।
আজকাল তোর হাসি,তোর লাজ,
খোঁপায় বেলী ফুলের সাজ,
বড্ডো মনে পড়ে যায়।
হঠাৎ কষ্টগুলি আমার হৃদপিন্ডের
উপর দাপিয়ে বেড়ায়।
হারিয়ে যাই পুরোনো নস্টালজিয়ায়।
স্পর্ধিত সাহসের বড় অভাব ছিল আমার,
তাই আজ তুই আমার পর।
এখন তুই অন্য নারী, অন্য কারো ঘর।
বোহেমিয়ান আমি এক প্রেমিক যাযাবর।
বড় একা আমি,একাকিত্ব আমার আপন ,
পূর্ণশশীর রাত,আকাশে নিস্পলক চাঁদ,
পার্থিব ভালবাসাহীন আমার জীবন।
অস্তচাঁদের নিঃসঙ্গতায় স্মৃতিগুলি বড় কাঁদায়।
ভাগ্যের লিখনে দুজনের পথ দুদিকে হারিয়ে যায়।
এ্যাসট্রেতে পড়ে আছে আধ খাওয়া সিগারেট,
গ্রামোফোনে বাজছে বিরহের সংগীত,
আমার ফুসফুসে ছড়িয়ে আছে কার্বনের ধোয়া ।
ধোয়ার কুন্ডলীতে তোর স্মৃতিগুলি ঝাপসা হয়ে যাওয়া।
আমার মানসে আঁকা গালে টোল পড়া অবয়ব,
ভুলে যাওয়া সহজ নয়।
এখন ব্যর্থতার গ্লানির সাথে আমার নিত্য বসবাস ,
চিরসঙ্গী আমার,
অপ্রকাশিত বেদনা আর এক বুক দীর্ঘশ্বাস।