হে নারী,
অপূর্ব সৃষ্টি তুমি বিধাতার।
তুমি জননী, জায়া, কন্যা
এক অঙ্গে এত রূপ, তুমি তো অনন্যা।
তাচ্ছিল্যের ভাষায়,বলা হত একসময়
"মেয়ে মানুষের বুদ্ধির দৌড়"।
সেই মেয়ে মানুষটা সমস্ত অবহেলা আর উপেক্ষায়,
নিজের মেধা,শ্রম আর অধ্যবসায়
আজ এগিয়ে গিয়েছে বহুদূর।
তোমার অপমান আর যন্ত্রণা ঢেকে রয় নিরবতায়,
তাই বলে তুমি দুর্বল নও,
পুরুষতান্ত্রিক সমাজে এগিয়ে চল তুমি সমান যোগ্যতায়।
তুমি এখন তোমার পরিচয়।
অথচ,
সৃষ্টিকর্তা নারীকে দিয়েছেন অফুরন্ত সম্মান,
মা খাদিজা হলেন প্রথম মুসলমান।
বেহেস্তের সর্দার রাসুল (সাঃ) কন্যা বিবি ফাতিমা।
বিবি আয়শা সমস্ত মুসলমানের মা।
ইসা নবীর মা ছিলেন বিবি মরিয়ম।
আল্লাহকে ভালবেসে কত কষ্ট সয়েছেন,যাপিত জীবন।
এই পৃথিবীতে রয়েছে অনেক উদাহরণ।
সমাজের মিথ্যা বেড়াজাল ছিন্ন করে,
বয়ে যাবে আমাদের বহমান জীবন।
নারী তুমি সবার অনুপ্রেরণা,
তোমাকে অভিনন্দন।