আষাঢ়ের বাদল দিনের প্রথম প্রহরে
ঘনঘোর বরিষণে,
হৃদয়ের করিডোরে
ভালবাসার আকাশে বিরহের পাল উড়িয়ে,
তোর কথা বড্ডো মনে পড়ে যায়।
তুই হয়তো এখন ডুবে আছিস অফিসের ল্যাপটপে
কিংবা মেসেন্জারের ইনবক্সের ব্যস্ত সময়।
বৃষ্টির শহরের ঠান্ডা হাওয়ায়,
এক কাপ গরম কফি হাতে
ভিজতে মন চায় তোর সাথে।
কি এক নিরব অভিমানে,
আমার অপেক্ষাগুলো তোর কাছে
আজকাল উপেক্ষিত হয়ে রয়।
চাতক যেমন খুঁজে ফিরে জলের উৎসভূমি,
মহাকালের স্রোতে,
আমিও হাতড়ে বেড়াই
ইপ্সিতো ভালবাসার রাগিনী।
স্মৃতির জোৎস্নায়,
আমাদের ছেলেবেলায়,
রাস্তা ভূলে যাবার ছলে বর্ষাতি গুটিয়ে রেখে
হুড খোলা রিকশায় ভিজতাম দুজনায়।
তারপর,পথের ধারে টং দোকানে,
গরম চায়ের উষ্ণতায়,কত গল্প কত আড্ডায়,
মনটা হারিয়ে যায় জীবন পথের বাঁকে,
অতীতের নিলাম হওয়া সুখের ভাবনায়।
আকাশে আজ মেঘের ঘনঘটায়
বর্ষা এসেছে আবার।
ঝমঝম শব্দের ঝঙ্কারে
বিচ্ছেদ বেদনায় মনটা পোড়ে।
চোখের কোনে ঝরছে প্লাবন,
জনশূন্য মাঠ ঘাট প্রাঙ্গন,
পুরোনো দিনের মতো আবার না হয় জীবনের নতুন ভোরে,
আমার শূন্য মন্দিরে,
তোর আবেগ গুলো বৃষ্টি হয়ে
ঝরুক হৃদয়ের ভালবাসার উঠোনে।