ইচ্ছে ছিল,সঙ্গী হব বহমান জীবনের পথে।
প্রণয় কূজনে মাতিব দুজন নিদ হারা রাতে।
চেয়েছিলাম, অনুরাগের ছোঁয়ায় যুগলবন্দী হাত,
আমাদের প্রেমটুকু হবে একদম নিখাদ।
ভালবাসার নিঁখুত বুননে বাঁধিব সুখের ঘর,
আজন্ম বন্ধনে থাকিব মোরা পরস্পর।
হঠাৎ আসিল জীবনে নীড় ভাঙ্গা ঝড়।
হৃদয়ের তটে মোর বেদনার বালুচর।
হাজারো লোকের ভীড়ে খুঁজে ফিরি তোমায়,
ক্ষুধিত প্রেম নীরবে কেঁদে বেড়ায়।
ভূল করে মোর জীবনে ফুটেছিল ভালবাসার ফুল,
বুকের পাঁজরে বিরহ ব্যথা রয়েছে অতুল।
কত কথা, কত স্মৃতি কাঁটা হয়ে আজও বিঁধে,
জীবনের ভেলা ভেসে গেল যাতনার অনন্ত স্রোতে।
বাঁধনছেড়া ক্ষতে মনের হল ক্ষয়,
হল না তোমায় পাওয়া মিলনের মোহনায়।