সেদিন,ঢাকা মেডিকেল কলেজের সামনে
ভাষার দাবীতে জ্বালাময়ী শ্লোগানে,
ছাত্র জনতার
মিলে মিশে একাকার।
১৪৪ ধারা ভাঙ্গবো,
ভাষাকে ছিনিয়ে আনব।
এক ঝাক বুলেট এসে লাগল ওদের বুকে
মায়ের ভাষা আনল কেড়ে রক্ত স্নাত পথে।
আমার মায়ের মুখের বোল,
কেড়ে নিতে চেয়েছিল হায়না শকুনের দল।
রফিক সালাম জব্বারের মত,
হাজার শহীদের আত্মদানে
নিজেদের অধিকার ছিনিয়ে আনে।
পৃথিবীতে যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে,
খুন রঙ্গে রাঙ্গানো শহীদের দান চির জাগরুক রবে।
এই ভাষা রয়েছে মিশে,
দোয়েলের শিষে,
জারি সারি মুর্শিদি ভাটিয়ালী,
সহ বাঙ্গালীর গান আর কবিতায়।
প্রণয়ে,
পলিমাটির সৌরভে মাখা বাংলার মানুষের হৃদয়ে।
মায়ের আদর ভালবাসায়,
সবুজ ডাঙ্গায়।
এই ভাষাতে পেয়েছি আমি স্বাধীনতার পরিচয়।
এই ভাষা বাঙ্গালীর বুকে রবে অক্ষয়।