একটি ভালবাসার ঘর।
ঘরের ভিতর ছায়া,
ছায়ার ভিতর বাস করে
দুটো নরম কায়া।
দিন ফুরোলেই রাতের
আঁধার নেমে আসে।
শিশির কণা ঝরে
নরম দূর্বা ঘাসে।
চাঁদনী মাখা রাত
জোৎস্না ফুল ঝরে।
সুখ নিদ্রা যায় বধুঁয়া
মধুরাতির পরে।
কাকচক্ষু দীঘির জল
বড্ডো টল মল।
হংস মিথুন দল
ডুবছে অবিরল।
মায়া মমতার
আমার শঙ্খনীল সংসার।
প্রণয়ের প্রহরে ভরা থাকে
হৃদয় আমার।
অস্ত চাঁদের পরে
আবীর রাঙ্গা ভোরে।
ক্ষণে ক্ষণে হৃদকমল ফোটে
ভালবাসার পদ্ম পুকুরে।