বৈশাখের খরতাপ এখন বাজারে,
কাঁচামরিচের সেঞ্চুরী চলছে আহারে!
পেঁয়াজের ঝাঁঝে জ্বলে গেলাম ভাই,
তরকারী রাঁধতে তেলের দরকার নাই।
সিদ্ধ খান বেশী বেশী, স্বাস্থ্য হবে ভাল,
যাপিত জীবনে সুখ আরও বেড়ে গেল।
আলু খাবেন অনেক, ভাতের নেই কারবার।
নিয়ন্ত্রণে আমাদের নিত্যপণ্যের বাজার।
খাদ্যের ট্রাকের পিছনে মানুষের হাহাকার,
এসব নিয়ে আমাদের মাথাব্যথার কি দরকার?
উন্নয়নের জোয়ারে আমরা সবাই বেসামাল,
মাথাপিছু কত লোন থাকনা এখন আড়াল।