যাকে আপন মনে করে-
তোমার মতো করে ভাবো,
সেও কিন্তু রক্তে মাংসে গড়া
সম্পুর্ণ ভিন্ন সত্ত্বার একজন মানুষ।
তার জীবনধারাও সম্পুর্ণ আলাদা
ধ্যানধারণাতেও রয়েছে ভিন্নতা
তার কাছে বেশি কিছু প্রত্যাশা কেন করবে?
কেনই বা চাইবে সে তোমার মতো হউক?
তার তোমাকে বুঝতে হবে কেন?
মনে রেখো-সেই মানুষটার আলাদা ইচ্ছে আছে
আছে ভিন্ন মতামত,
জানো কী?
সেও কিন্তু চায় তুমি তার মতো হও
কিন্তু কই?
তুমি তো তার মতো হও না,
নিজেকে একটুও বদলাও না।
ভিন্ন সত্ত্বার কারো উপর নির্ভরশীল হইও না
এতে কষ্ট পাবে, জীবন নষ্ট হবে
কারণ সে কখনই তোমার মতো হবে না
কোনদিন না, কখনও না।
-------------------------০------------------------
সময়ঃ ৯:০০ঘটিকা
তারিখঃ ০১/০৪/২০২৪
স্থানঃ কলেজ রোড, কলমাকান্দা।