ভ্যাট
অর্থ ভান্ডারের অমানবিক ক্যাট ক্যাট
ঘ্যাও ঘ্যাও করে চায় ভ্যাট আর ভ্যাট।
মোবাইল ফোনের চ্যাটের উপর ভ্যাট
অতি ভ্যাটে তরুণ প্রজন্মের মাথা হ্যাট।
সাধারণ মানুষের পেটের উপর ভ্যাট
এন.বি.আর ধার্য করে গ্যাটার গ্যাট।
মন্ত্রী আমলা শিল্পপতি ফাঁকি দেয় ভ্যাট
দুর্নীতিবাজদের দেহে বাড়ছে অতি ফ্যাট।
দেশের আপামর জনসাধারণের প্রদেয় ভ্যাটে
সরকারি আমলারা বসবাস করে দামী ফ্ল্যাটে।
সরকার কর্তৃক অতিরিক্ত ধার্যকৃত ভ্যাট
স্বাধীন বাংলার জনগনকে করল ম্যাড।
-----------------------------------------------------
পথিক
কলমাকান্দা, নেত্রকোণা।
২০.০৬.১৭