ভালবেসে ভালবাস

ভালবাসা হলো বেঁচে থাকার আশ
যাকে মন চায় তাকেই ভালবাস।
যাকে ভালবাস তাকে ভুল বুঝনা
যাকে ভালবাস তাকে কাঁদিও না।
যাকে ভালবাস তাকে অন্তরালে সরিয়ে রাখনা
যাকে ভালবাস তার  অধিকার ছেড়ে দিওনা।

ভালবেসে ভালবাসা দিতে থাকো
ভালবেসে ভালবাসা নিতে থাকো।
ভালবেসে ভালবাসায় বেঁচে থাকো
ভালবেসে দয়িতাকে কাছে রাখো।
ভালবাসলে ভালবাসার অভাব হবে না  
ধরাধামে ভালবাসার সুখ নিলীন হবে না।

______________________________
পথিক
০৩/০৯/২০২০
চত্রংপুর, কলমাকান্দা।