যখনই দেখবে সমস্যার বেড়াজালে জড়িয়ে হারিয়ে যাচ্ছো
মনে রেখো ফিরে আসার পথটা কিন্তু খুব সহজ!
এই পথের ধ্রুবতারা হলো ভালোবাসা,
ভালোবাসাই সব জটিলতা থেকে মুক্তির পথ দেখাবে।
কথাগুলো গানের মতো শোনাতে পারে-
মনে হতে পারে কাব্যিক,
কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা বলে-
এটাই চিরন্তন সত্য।

ভালোবাসা মানে হলো-
তোমার স্বাধীনতার সঙ্গে আমার স্বাধীনতা জুড়ে দেওয়া
আর আমারটার সঙ্গে তোমারটা।
গণমানুষকে ভালোবাসো
ন্যায়ের চর্চা করো।
ন্যায়ের চর্চাকেই বলা হয় গণমানুষের প্রতি ভালোবাসা।
ভালোবাসো তোমার পরিবারকে,
বাড়ির পাশের প্রতিবেশীদের।
ভালোবাসো উদার চিত্তে
ভালোবাসো বিনা প্রতিদানে
এভাবেই একদিন সংকটময় সময় উতরে যাবে....

===============০=================
সময়ঃ বিকাল ৪:০০ ঘটিকা
তারিখঃ ২৪/০৫/২৪
স্থানঃ কলেজ রোড,  কলমাকান্দা