ভালোবাসা হয় লাভের বাজার
না হয় লসের বাজার।
লাভের বাজারে লেনাদেনা ইকুয়াল
যা বিনিযোগ করবে রিটার্ন তাই পাবে
লস করার প্রোভাবিলিটি জিরো।
দুপক্ষের লাভের পাল্লা ভারী থাকে।
লসের বাজারে লেনাদেনা ভারসাম্যহীন
তোমার লাভ হলে
আমার ক্ষতি হবে।
ভালোবাসার মার্কেট এনালাইসিস করে-
ম্যাক্সিমাম মুনাফা আর্ন করার জন্য
দু'জনের মাঝে দর কষাকষি হয়,
লাভ-লসের ট্রেড চলে।
মাঝে মাঝে মধ্যসত্ব্যভোগীর আগমন ঘটে
তখন ভালোবাসার মনোপলি মার্কেট
কম্পিটিশন মার্কেটে রুপান্তরিত হয়।
রিয়াল বিনিয়োগকারীর ক্ষতি হয়।
কমিটমেন্ট ভঙ্গকারী হয়ে যায় ফ্রট
এরা ভালবাসাকে পুঁজি করে
ভুয়া ভালোবাসার চুক্তি করে
মানুষের লাইফ সাইকেল নিয়ে খেলে।
এই কম্পিটিটরদের কাছে
ভালোবাসা শুধুই একটা পন্য।
ফ্রটদের চেয়ে কুকুর ভালো পন্য
মার্কেট থেকে কুকুর কিনে নাও
কুকুর মালিক ভক্ত
সে কখনো কমিটমেন্ট ভাঙ্গে না।
:::::::::::::::::::::::::::০:::::::::::::::::::::
সময়ঃ সকাল ১১ ঘটিকা
তারিখঃ ২২/০৬/২৪
স্থানঃ নতুন বাজার, সিলেট।