সই ভালবাসা জীবনে কেন হয়?
সে কি কেবলি-
প্রেমিকের প্রেমহীন নগ্ন কামনা-বাসনার সুখালয়
যাতনার রসানলে যাপিত জীবন বিষাদময়।
না কি ভালবাসাহীন সম্বন্ধ বহে চলা সর্বময়।
প্রথাগত রীতিতে লোক তামাশার
হাস্য রসাত্মক প্রেমহীন খেলাঘরে,
রঙ্গিন করে সাঁজানো বিষাদময় জীবনের-
খোয়ান ভালবাসার হয় শাপে বর।
না কি অন্যথায়- কারো জীবনে
প্রেমিকযুগলের মনোযোগহরণে,
নিরঁজন ভালবাসার নিতান্ত টানে
সংসার বাঁধতে চায় নিভৃতে দুজনে।
সুখের আচ্ছাদনে রঙ্গিন সুঁতায় বুনতে চায়
নতুন ধারার অনন্ত জীবনের মিলন মেলায়।
সই ভালবাসা জীবনে কেন হয়?
তুমি বিহীন জীবন অতিশয় বিষাদময়!