উর্বশীর দেখা

বহুকাল ধরে বন্ধুর পথ অতিক্রম করে
হিমালয় হতে বঙ্গোপসাগরের কিনারে,
পর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ
সর্বত্র খোঁজেছি তোমারে,
অবশেষে দেখেছি বনিতারে...
ভাটি বাংলার পূর্বাঞ্চলে।

তুমি মোর জীবনে ভালবাসার বর্ণালী
ভালবাসার বন্ধনে করেছ মোরে বাহুবন্ধী।
উর্বশীর দেখায় প্রেম জাগরিত হলো মনে
ভালবাসার দীপ্তি পুলকিত হলো জীবনে।
নব প্রেমের আহবানে ভালবাসার শুভ্রতায়
অনিন্দ্য জীবনের সুচনা হল নব ধারায়।

হে মানবী মহয়সী নারী
তুমি দিয়েছ শক্তি...
হয়েছ জীবনাঙ্গনের সহযোগি,
ভালবেসে করেছ মোরে ঋণী-
ওগো মোর হ্রদয়ের জানী
তুমি হীন সকলি মরুভূমি।


-----------------------------------------------------
পথিক
১৪.১১.২০
কলমাকান্দা, নেত্রকোণা।