তুমি রবে নীরবে

ভাবছ বসে
ভাব কিসে?
যার ভাবনা
সে ভাববে,
তোমার কি তাতে-
যায় আসে?
তুমি রবে -
নীরবে নিভৃতে
ভাবনাহীন অন্তরে
পথে প্রান্তরে,
তেপান্তরে-
ঘরহীন ঘরে
পথহীন পথে,
সন্ন্যাসী সাঁজে-
অজানার দেশে
পথিক বেশে।


৩০/০৮/২০
পথিক
কলমাকান্দা, নেত্রকোণা।